মিউচুয়াল ফান্ড বা SIP কী ? মিউচুয়াল ফাণ্ডে কিভবে বিনিয়োগ করতে হয় ও ভবিষ্যতে রিটার্ন কিরকম পাবো? - ভাড়া দিব ও নিব.কম

"ভাড়া দিব ও নিব.কম পণ্য বা সেবা ভাড়া দেওয়া ও নেওয়ার একটি প্ল্যাটফর্ম। ভাড়া দিব ও নিব.কম এ আপনি বাড়ি ভাড়া , কাপড় ভাড়া , গাড়ী ভাড়া এবং বিবাহের জন্য ফটোগ্রাফার ভাড়া নিতে ও দিতে পারবেন।"

Follow Us

Rent Zone Blog Post
মিউচুয়াল ফান্ড বা SIP কী ? মিউচুয়াল ফাণ্ডে কিভবে বিনিয়োগ করতে হয় ও ভবিষ্যতে রিটার্ন কিরকম পাবো?

মিউচুয়াল ফান্ড বা SIP কী ? মিউচুয়াল ফাণ্ডে কিভবে বিনিয়োগ করতে হয় ও ভবিষ্যতে রিটার্ন কিরকম পাবো?

Short Description:
মিউচুয়াল ফান্ড হচ্ছে একজন ফাইনেনশিয়াল প্রফেশনাল দ্বারা পরিচালিত একটি ফান্ড যেখানে অনেক মানুষের টাকা একত্রিত করে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করা হয়।SIP or Systematic Investment Plan হচ্ছে মিউচুয়াল ফাণ্ডে বিনিয়োগ করার জন্য একটি বিকল্প উপায় বা সিস্টেম।

Product Description

মিউচুয়াল ফান্ড
মিউচুয়াল ফান্ড হচ্ছে একজন ফাইনেনশিয়াল প্রফেশনাল দ্বারা পরিচালিত একটি ফান্ড যেখানে অনেক মানুষের টাকা একত্রিত করে বিভিন্ন সেক্টরে বা পোর্টফোলিও সিস্টেমে বিনিয়োগ করা হয়। সবগুলো টাকা কোন একটা সেক্টরে বিনিয়োগ না করে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার কারনে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের ঝুঁকির পরিমান হ্রাস পায়। মিউচুয়াল ফান্ড তাঁদের জন্য বেশী আকর্ষণীয় যাদের বিনিয়োগ করার পূর্বে অধিক সময় অতিবাহিত করে মার্কেট এনালাইসিস করার সময় থাকে না অথবা যাদের বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত জ্ঞান বা দক্ষতা নেই।
SIP কী
SIP or Systematic Investment Plan হচ্ছে মিউচুয়াল ফাণ্ডে বিনিয়োগ করার জন্য একটি বিকল্প উপায় বা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে একজন বিনিয়োগকারীকে এককালীন সকল টাকা বিনিয়োগের পরিবর্তে সাপ্তাহিক / মাসিক / বাৎসরিক বিনিয়োগ করতে হয় যেখানে প্রত্যেক মাসের নির্দিষ্ট কোন এক তারিখে আপনার নির্বাচিত কোন ব্যাংক একাউন্ট থেকে টাকা অটোম্যাটিক উত্তোলিত হয়ে সেই SIP ফাণ্ডে বিনিয়োগ করা হবে। এই ধরনের বিনিয়োগে একজন বিনিয়োগকারী ( যাদের পক্ষে এককালীন বড় পরিমাপের টাকা দেওয়া সম্ভব নয় ) প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে একটি বড় বিনিয়োগ করতে সম্ভব হয়। পাশপাশি নির্দিষ্ট সময় শেষে ভাল পরিমানের একটি রিটার্ন পাওয়া ও সম্ভব হয়।
 মিউচুয়াল ফান্ড বা SIP কী ? মিউচুয়াল ফাণ্ডে কিভবে বিনিয়োগ করতে হয় ও ভবিষ্যতে রিটার্ন কিরকম পাবো?

মিউচুয়াল ফান্ড বা SIP কী ? মিউচুয়াল ফাণ্ডে কিভবে বিনিয়োগ করতে হয় ও ভবিষ্যতে রিটার্ন কিরকম পাবো?


কিভাবে বিনিয়োগ করতে হয়
এগুলোতে বিনিয়োগ করার জন্য আমাদের দেশে বিভিন্ন Non Bank Financial Institutions রয়েছে যারা আপনার টাকা সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে বিনিয়োগ করে থাকে। আমাদের দেশে IDLC , IIDFC ইত্যাদি আরও ভাল ভাল Non Bank Financial Institutions রয়েছে যেগুলো দক্ষ ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত।
রিটার্ন কি রকম পাবো?
আপনার রিটার্ন কেমন আসবে এই বিষয়টি নির্ভর করে ২ টি বিষয়ের উপর -
১) আপনার ফান্ড ম্যানেজার কতটা দক্ষ এবং পূর্বে ভাল রিটার্ন আনার অভিজ্ঞতা কতটুকু আছে? একজন ফান্ড ম্যানেজার যত বেশী দক্ষ হবেন আপনি তত বেশীই রিটার্ন প্রত্যাশা করতে পারেন । কারন বিনিয়োগ কোন কোন শেয়ার বা খাতে করা হবে সেটার দায়িত্ব সম্পূর্ণ অর্পণ করা হয় একজন ফান্ড ম্যানেজারের উপর। তাই উনার সম্বন্ধে আগে ভাল করে সব কিছু জানুন।
২) অন্যটি হচ্ছে বাজার ও ওই দেশের চলমান অর্থনৈতিক অবস্থা । মূলত অর্থনৈতিক মন্দার উপর ফান্ড ম্যানেজারের কিছুই করার নেই । কারন এই ব্যাপারগুলো মূলত তাঁদের হাতে থাকেনা এবং যার ফলে এসব খারাপ কিছু ঘটতে পারে এমন বিশ্বাস রেখেই বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে।
                                                                                                                                             আরও জানুন

0 Reviews:

Post Your Review